রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের গৌরনদী পৌরসভাসহ সাতটি ইউনিয়নে শনিবার সকালে একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌরসভা বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাঈমুুল হক।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তনু ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. আ. হালিম সরদার, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন খন্দকার, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, মহিলা কাউন্সিলর শিল্পী বেগমসহ অন্যান্যরা।
অপর দিকে একই সময় বার্থী ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান মোঃ শাহজান প্যাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, প্রধান শিক্ষক সৈকত হোসেন, ইউপি সদস্য বজলুর রশিদ, ইউপি সচিব অভিলাষ বাড়ৈ সৌরভ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হুমায়ন কবির, উদ্যোক্তা সৌরভ হোসেন প্রমুখ। এ ছাড়া একযোগে উপজেলার ১০টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা নারী নির্যাতন বিরোধী আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে এই সমাবেশে যোগ দেন।
CBALO/আপন ইসলাম