মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৫:১৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সারাদেশের ন্যায় বরিশালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার আয়োজনে নগরীর অশি^নী কুমার টাউন হলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানঁ (বিপিএম) বার। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, যে পুলিশ মানুষের স্বার্থে কাজ করে না। আমরা সে সকল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহন করে থাকি। কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও ছাড় দেয়া হচ্ছে না।

 

মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নারী নির্যাতনে প্রতিরোধের ক্ষেত্রে জিরো টলারেন্স হয়ে কাজ করছে। জনসাধারণের সুবিধার জন্য বিট পুলিশের কন্ট্রাক নম্বর নগরবাসীর দোড় গোড়ায় পৌঁছে দেয়া হবে। যখনই মানুষ পুলিশকে স্মরন করবে সাথে সাথেই পুলিশ জনগনের সেবার জন্য হাজির হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সরকারী বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্য¶ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট এস.এম ইকবাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামিলিয়া খান।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম (পিপিএম বার)। অপরদিকে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষে গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ৯ নং বিট কার্যালয়ে ওসি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাঈমুল হক। এছাড়াও উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৪নং বিট কার্যালয়ের সমাবেশ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মডেল থানার এসআই বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর