আচমকা বিয়ে করে
এলাম শশুর বাড়ি,
অচেনা পরিবেশ
কেমনে আমি থাকি?
চিন্তায় আমার মাথায়
উঠে গেল হাত,
কেমন করে খাওয়াবো
আমি রান্না করে ভাত।
ছিলাম আমি বাবার ঘরে
তাহার রাজ কন্যা,
জানিনা যে আমি
কিভাবে করে রান্না।
ঘোরা ফেরা আর দুষ্টামির
জীবন ছিল আমার,
সেই আমি কি করে
সামলাবো ঘর-সংসার।
কত আদরের বাবা-মা ভাই-বোন
সবাই যেন আজ পর,
অচেনা সবাইকে নিয়ে
এখন সাজাই যে ঘর।
দুরন্তবাজ সেই আমি আর
নেই তো আগের মতো,
বদলে যাচ্ছে জীবন আমার
যাচ্ছে দিন যত।
CBALO/আপন ইসলাম