জিয়াউল হক জিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান:
উল্টাখালী- নন্দাখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এর প্রাইমারি স্কুলের মাঠে ১৬ অক্টোবর বিকাল ৪:০০ টায় ভারুয়াখালী চৌধুরীপাড়া পাড়া সুপারস্টার হিরো ফুটবল একাদশ বনাম রশিদনগর ফুটবল একাদশ জমজমাট সেমিফাইনাল মেচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভারুয়াখালী চৌধুরীপাড়া সুপারস্টার হিরো ফুটবল একাদশ ২-১ গোলে রশিদনগর ফুটবল একাদশকে পরাজিত করেছে। চ্যাম্পিয়ন সুপারস্টার হিরো ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। খেলা দেখতে হাজার হাজার দর্শক জমায়েত হয়। খেলায় উভয় পক্ষ শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে। উক্ত খেলার মাঠ উৎসবমুখর পরিবেশে চতুর্দিকে দর্শকে ভরে যায়। শুরুতে রশিদনগর ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায় পরবর্তী সুপারস্টার হিরো পরপর দুটি গোল করে এগিয়ে যাই।এই খেলায় রেফারি নিরপেক্ষ ভূমিকা রেখে দায়িত্ব পালন করেন।
উক্ত খেলায় প্রথম থেকে শেষ পর্যন্ত দুইটি হলুদ কার্ড ইস্যু করেন, কার্ড দুইটি ইস্যু করে রশিদনগর ফুটবল একাদশ এর খেলোয়ারদের। চৌধুরীপাড়া সুপারস্টার ফুটবল দলের খেলোয়ারদের একটু ভিন্ন স্টাইলে ছিল বলে সকলে তাদের কে ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত জানাই। চৌধুরীপাড়া ফুটবল একাদশ এর ফাইনাল খেলা দেখার জন্য সকল দর্শকদের আগাম আমন্ত্রণ জানায় খেলার টিম ম্যানেজার আরো সুন্দর খেলা উপহার দেবে বলে আশ্বাস দেন।
CBALO/আপন ইসলাম