মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পৌর নির্বাচন কে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর বাসটার্মিনালে মোটরসাইকেল যোগে ২ হাজার মানুষের অংশ গ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের নির্বাচনী এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনী প্রচারণা করেন এস এম পৌর মেয়র নজরুল ইসলাম।
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র ও পৌর আঃ লীগের সভাপতি এসএম নজরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌর মেয়র এসএম নজরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রাকালে পৌরসভার বিভিন্ন মহল্লার জনসাধারণের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। পৌর এলাকার সাধারণ জনগনের কাছে মতবিনিয় করেছেন।
তিনি জানান, আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে, পৌরসভার জন সাধারণ কে সাথে নিয়েই বিজয় সুনিশ্চিত করব। তিনি আরো জানান বিগত দিনে উল্লাপাড়া পৌরসভায় দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে, তা আগামীতে দ্বিগুণ করা হবে। পৌরবাসীর সুবিধার্থে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। পৌর নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম।
CBALO/আপন ইসলাম