চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
মজিব বর্ষের ডিজিটাল যুগেও শুন্য পদের কবলে পরেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পল্লী উন্নয়ন অফিস। একজন আরডিও দিয়ে চলছে উপজেলা বি,আর,ডি,বি দপ্তরের কার্যক্রম। প্রজপ্ত ফাইল ও ঋণ কার্যক্রম আছে জনবল নেই, ফলে দাপ্তরিক কার্যক্রম নিয়ে জিমিয়ে পরেছে উপজেলার বি আর ডি বি অফিস। এ দপ্তরটি শুন্য পদের কবলে পরে নিজেই জরজরিত থাকায় বেতন ভাতা বিল ভাউচার, ঋণ ফাইল,উন্ন্য়নসহ সকল বিষয়ের কাগজপত্র নিয়ে বিপাকে পরেছে দপ্তরটি। রাজস্ব বাজেটের আওতায় উপজেলায় আরডিও অফিসে একজন পল্লী উন্নয়ন অফিসার,একজন সহকারি পল্লী উন্নযন কর্মকর্তা ও একজন জুনিয়ার অফিসার (হিসাবরক্ষক) সহ এ দপ্তরে ১২জন কর্মকর্তা-কর্মচারি থাকার কথা সেখানে কর্মরত রয়েছে ৫জন। তথ্য সূত্রে জানা গেছে, এ অফিসের গুরুত্বপুর্ণ পদ দির্ঘদিন ধরে শুন্য, কর্মকর্তা-কর্মচারি না থাকায় এর দাপ্তরিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, নজর নেই কর্তৃপক্ষের। উপজেলার গুরুত্বপুর্ণ পদগুলো দির্ঘ দিন ধরে শুন্য রয়েছে, নিরাশনের কোন লক্ষন নেই।
দাপ্তরিক কাজে আসা ভুক্তভোগিরা জানান, উপজেলা আরডিও অফিস থাকলেও গুরুত্বপুর্ণ পদে কোন কর্মকর্তা ও কর্মচারি নেই, দাপ্তরিক কাজ এবং অন্যান্য সেবাও নেই। এতে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারির বেতন-ভাতা,ঋণ উত্তলন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিল-ভাউচার মারাত্বক ভাবে ব্যাহত সহ এলাকার উন্নয়নের লক্ষমাত্রা অর্জিত ও না হওয়ার আশংকা দেখা দিয়েছে। চৌহালী উপজেলা পরিষদের গুরুত্বপুর্ণ দপ্তর এট। কর্মকর্তার পদ শুন্য থাকায় অফিসের দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। এলাকার ভুক্তভোগী কমিটির অভিযোগ দায়িত্বপ্রাপ্ত জনবল না থাকায় উন্নয়ন মুলক কাজ ও ফাইলপত্র নিয়ে আমাদের কষ্ট পাহাড় সমান,দপ্তর সচলে কেউ কথা রাখে না। উপজেলার ৭টি ইউনিয়নে প্রজপ্ত সমিতি,সরকারি বেসরকারি ও উন্নযন প্রকল্পর পাইলপত্র স্বাক্ষর ও দেখার মত কেউ নেই। উপজেলা আরডিও অফিস সূত্রে জানাযায়, দির্ঘদিন ধরে চলছে চৌহালী উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কার্যক্রম।
CBALO/আপন ইসলাম