রোকনুজ্জামান (রকু) নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে । বৃহস্পতিবার দুপুরের দিকে জোতপাড়া ঘাটে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে ভ্রম্যমান আদালত৷ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে , মা ইলিশ রক্ষায় সারা দেশের মতো বুধবার থেকে চৌহালী উপজেলায় অভিযান শুরু হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার যমুনা নদীর বাঘুটিয়া ইউনিয়নের বিনানই, ভুতের মোড়, হিজুলিয়া, ঘুসুরিয়া ও উমারপুরের বিভিন্ন এলাকায় টাস্কফোর্স কমিটির সভাপতি (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রায় পৌনে এক লাখ টাকা মূল্যের সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম