মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বদলী ও অবসরজনিত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে বদলী ও অবসরজনিত পাঁচজন সরকারি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ক্লাব প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় বিদায়ী কর্মকর্তাদের অবসরকালীন সময়ে করনীয় সম্পর্কে শান্তনা দিয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন প্রমুখ।

 

আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাকুরী শেষে অবসরে যাওয়া উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আহাম্মদ হোসেন এবং অন্যত্রে বদলী হয়ে যাওয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ রশিদুল ইসলাম, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহাম্মদ। আলোচনা শেষে অবসরজনিত ও বদলীজনিত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেন সভাপতি সহ অতিথিবৃন্দ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অফিসার্স ক্লাবের সকল সম্মানিত সদস্যগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর