নারী তুমি শোধরাও
কমে যাবে ধর্ষণ।
বদলাও চিন্তা ভাবনা
আধুনিক চেতনার মন।
ধর্ষণ আজ মহামারী
করোনার চেয়েও ভয়,
সবার মনে এক আতঙ্ক
না জানি কি হয়!
সেকাল টা ছিল ভালো
ছিলনা ডিজিটাল,
এ যুগের দৃষ্টি তে
নারী আজ মাল।
চলন,বলন,পোশাকে
নাই লজ্জার ভয়,
এ যুগের আধুনিক নারী
এটাই পরিচয়।
স্টাইল দিয়ে ইন্টারনেটে
ছবি দিচ্ছ আপলোড,
যুবকের লালসায় দিচ্ছ ধার
জাগিয়ে তাদের লোভ।
তোমাকে না পেয়ে যুবক সমাজ
কাম উত্তেজনার বশে,
শিশু থেকে বৃদ্ধার
যাচ্ছে শরীর চষে।
সময় থাকতে নারি তুমি
হয়ে যাও সাবধান,
পর্দা করো, ইসলাম মতে
বাঁচবে তোমার মান।