মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থী ওপর হামলার মামলায় আসামী জুবায়ের কারাগারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৭:২৪ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী জুবায়ের আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমাপর্ন করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বসবাসকারী ও জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালিয়েচর-থাপ্পর মেরে পালিয়ে যায়। এ ঘটনায় নাসরিন আক্তার সারা নিজে বাদী হয়ে ওই দিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেফতারের দাবীতে নাসরীন আক্তার সারা গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয়।

অন্যদিকে জুবায়ের আদনান এর পিতা বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেমের নামে জুবায়ের আদনানের কাছ থেকে নগদ অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেয়া, চুরি-মোবাইল ছিনতাই, প্রতারনা-আত্মসাৎ, হাত-পা-মুখ বেধে নির্যাতন, সাদাষ্টাম্পে, জোরপ‚আদায়সহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রেমিকা নাসরিন আক্তার সারা (১৯) প্রধান আসামী এবং বড় বোন বিউটি পারলারের কর্মী আখিনুর আক্তার অনিক (২১), কবির হোসেন (২৬) ও ভগ্নিপতি মেহেদী হাসান বাবু (৩০) সহ ৪জনকে আসামী করা হয়েছে।আদালত সদর থানার ওসিকে তদন্ত প‚র্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে মামলার বাদীর আইনজীবী জানিয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর