রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
“দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় সীমিত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে উপজেলার পরিষদ হল রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী, নবাগত থানা অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার, নবাগত শিক্ষা অফিসার নিখিল রঞ্জন অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোর্শারফ হোসেন, সমবায় অফিসার কামরুজ্জামানসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম