মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (১২ অক্টোবর) উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল মিলনায়তনে অনলাইন ক্লাস নিয়ে মাধ্যমিক শিক্ষকদের ওয়ার্কশপের সময় ভিমরুলের কামড়ে ১০ জন প্রধান শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, বড়হর স্কুল ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উনুখা পাগলাপীর স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মোহনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন এবং মোহনপুর কে এম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবু হান্নানকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ওই স্কুলের মিলনায়তনে জুম অ্যাপ ব্যবহারের মাধ্যমে স্কুলে অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে একদিনের ওয়ার্কশপের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এতে ৭০ জন প্রতিষ্ঠান প্রধান অংশ নেন। ওয়ার্কশপ চলাকালে মিলনায়তনের জানালা দিয়ে হঠাৎ একদল ভিমরুল প্রবেশ করে শিক্ষকদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধান আহত হয়েছেন।
CBALO/আপন ইসলাম