চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় দুই ইউনিয়ন পরিষদ ভাঙ্গুড়া ও মন্ডতোষ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে নির্বাচনী প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ প্রতীক ও প্রতিশ্রুতি নিয়ে দিনরাত নিজ নিজ এলাকার ভোটারদের দারে দারে হাজির হয়ে ভোট প্রার্থনা করছেন ও ভোটারদের পাশে রাখার চেষ্টা করে চলেছেন। যদিও এরই মধ্যে মন্ডতোষ ও ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তবুও আগামী ২০ তারিখের নির্বাচনে সবাই জয়ের জন্য আশা ব্যক্ত করে ভোটের মাঠে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ শে অক্টোবরে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে এ দুই ইউনিয়ন পরিষদের ভোটাদের মধ্যে নানান আলোচনা ও কৌতুহলের শেষ নেই।ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন আওয়ামীলীগ বিএনপি সহ মোট ৪জন। তারা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মোঃ বেলাল হোসেন খাঁন (নৌকা প্রতীক ), বিএনপি সর্মথিত মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ধানের শীর্ষ),স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম ফারুক টুকন (ঘোড়া প্রতীক) ,অপর স্বতন্ত্র প্রার্থী জাহিদুজ্জামান (আনারস প্রতীক)।
অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন তাদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত মোঃ আফছার আলী (নৌকা প্রতীক)।বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আকরাম হোসেন (ধানের শীষ প্রতীক),স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুর ইসলাম মিন্টু (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ (আনারস প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন (মোটর সাইকেল প্রতীক)।
সরেজমিন দুই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পথে-ঘাটে , আনাচে-কোনাচে প্রতীকে ছেয়ে গেছে। দোকান-পাঠে ,চায়ের দোকানে, হাট বাজার সর্বত্র চলছে আলোচনা আর সমালোচনা কে হচ্ছেন আগামী ২০ তারিখের নির্বাচনে বিজয়ী। তবে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোঃ বেলাল হোসেন খানের নৌকা , গোলাম ফারুক টুকনের ঘোড়া ও জাহাঙ্গীর আলম বিদ্যুতের ধানের শীষ এর ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় একাধিক ভোটারের সাথে কথা বলে জনা গেছে। অপর দিকে মন্ডুতোষ ইউনিনের চেয়ারম্যান প্রদ প্রার্থী মোঃ আফছার আলীর নৌকা ,নুর ইসলাম মিন্টুর ঘোড়া, বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদের আনারস ও আকরাম হোসেনের ধানের শীষ এই চারজনের সাথে হবে লড়াই।
অপরদিকে সরকার দলীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা দুই ইউনিয়নের সকল ওর্য়াড়ে নৌকার পক্ষে নিয়মিত নির্বাচনী পথসভা ,উঠান বৈঠক করে চলেছেন । সেখানে তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রেখে ভোটারদের মন জয় করতে চাচ্ছেন। অন্য দিকে স্বতন্ত্র ও ধানের শীষের প্রার্থীরা তারা ও তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে তারাও নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছেন। তবে সর্বশেষ জয়ের মালা কার গলায় যাবে সেটার দিকে সবার নজর।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার রোকসানা নাসরিন জানান, মন্ডুতোষ ও ভাঙ্গুড়া ইউনয়নে মোট ২৬ টি পদের বিপরীতে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
CBALO/আপন ইসলাম