মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা দায়েরের প্রায় এক মাসেও আসামী গ্রেফতার না করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ শিশু ও শিক্ষার্থীর সহপাঠি রুহিয়া ছালেহীয়া মাদরাসা হতে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,চাপাতি ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মজিবর রহমান,নজরুল ইসলাম মাষ্টার,সাদেকুল ইসলাম মাষ্টার,দেলোয়ার হোসেন মাষ্টার,হত্যাকান্ডের শিকার সেলিমের মা সেলিনা আকতার, গৃহবধূ তামান্না আকতার ,নির্যাতিতা শিক্ষার্থীর সহপাঠি বিউটি আকতার প্রমুখ।
বক্তারা বলেন, আসামী শামীম কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ।চাপাতি গ্রামের এমন কোন গৃহবধূ বা নারী নেই যাকে সে কু প্রস্তাব দেয়নি।তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে অসংখ্য নারী ও তার পরিবারের লোকজনকে মারপিট করেছে।
গত ১৩ সেপ্টেম্বর বিকেলে সে চাপাতি গ্রামের একজন দিনমজুরের স্কুল পড়ুয়া কন্যাকে মুখ চেপে ধরে নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ওরনা দিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা চালায়।মেয়েটি বাঁধা দিলে সে লাঠি দিয়ে মেয়েটির মাথা ফাঁটিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ একমাসেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
এরপূর্বে ২০১৬ সালে সে সদর উপজেলার সালন্দর এলাকায় সেলিম নামে এক বন্ধুকে হত্যা করে ছোটবোনের সাথে প্রেমে বাঁধা দেওয়ায় সে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ট্রাংকে ভরে বাড়িতে নিয়ে এসে টাঙ্গন নদীতে ফেলে দেয়।
CBALO/আপন ইসলাম