মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৫:২৬ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সীমিত আকারে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল দশটায় শ্রমিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র আশু রোগ মুক্তি, দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। পরে শ্রমিকলীগ নেতৃবৃন্দ জাতির পিতার মাজার জিয়ারত করতে টুঙ্গিপাড়া গমন করেন।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর