সাদ্দাম হোসেন সাভার:
রাজধানীর অদূরে সাভারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থী ও জনগণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রোববার(১১ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থী ও জনগণ ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এটি গেন্ডা গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে আজকের এই প্রতিবাদ। ধর্ষনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। প্রায় আধা ঘন্টা ধরে মহাসড়কে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তার পাশে মানববন্ধনের পরামর্শ দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এব্যাপারে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে রাস্তায় যানজট সৃৃষ্টি হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
CBALO/আপন ইসলাম