মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদে অভয়নগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া শহরের সৌরভ প্লাজার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাঈদ আলম বাচ্চু,নোয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহম্মেদ বাবু, ফারুক খান, সাবেক প্রেমবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ,বর্তমান প্রেমবাগ ইউনিয়ন যুলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সবুজ মন্ডল, সাকিল জোনায়েত, ফরহাদ হোসেন, রাজদীপ ব্যানার্জী, মিশু, রাকিব প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল করেন।
CBALO/আপন ইসলাম