মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

ভাষাসৈনিক হযরত আলীর দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১০:৩১ অপরাহ্ণ

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাষাসৈনিক আলহাজ্ব হযরত আলী ডাক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে। আজ (১০ অক্টোবর) শনিবার সকাল নয়টায় নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানাজা নামাজে দলমত নির্বশেষে হাজারো মানুষের ঢল নামে।

বায়ান্নর ভাষা সৈনিক হযরত আলী শুক্রবার বিকালে নিজ বাড়ী নবগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হযরত আলী ১৯৩৭ সালে গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রুস্তম আলী। ৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি সূতিভিএম সরকারি পাইলট মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন ছিলেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে রাজপথে মিছিল বের করেন। এ মিছিলে নেতৃত্ব দেন স্কুল ক্যাপ্টেন আব্দুর রহিম। মিছিল করার অপরাধে পুলিশ সহপাঠী মহেন্দ্র দেবনাথসহ তাদের তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলহাজতে পাঠায়। ২৫ দিন পর টাঙ্গাইল কারাগারে আনা হয়। চারদিন থাকার পর এখান থেকে তারা জামিনে মুক্তি পান। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা শুরু করে। ১৯৯৮ সালে তিনি গোপালপুর উপজেলার বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। অন্তিমকালে তিনি চার মেয়ে এক ছেলে রেখে গেছেন। একমাত্র পুত্র আশরাফুল আলম কলেজ শিক্ষক।

এছাড়া ভাষা আন্দোলনে অবদান রাখায় গোপালপুর উপজেলা পরিষদ ২০১০ সালে তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর