রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

ই-পেপার

সাবেক ভারতীয় ক্রিকেটারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ

ভারতের সাবেক স্পিনার সুরেশ কুমারের দেহ তাঁর বাড়ির সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সুরেশ কুমার ছিলেন কিংবদন্তি ব্যাটসম্যন রাহুল দ্রাবিড়ের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ। ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মৃত্যুর খবরে ভারতীয় ক্রিকেটমহলে শোকের ছায়া। কেরালার আলপ্পুঝায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সুরেশের স্ত্রী ও ছেলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

ভারতীয় রেলওয়েতে কর্মরত ছিলেন সুরেশ। তিনি রেলের অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে কেরালা ও রেলওয়েজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার মতো একজন প্রাণোচ্ছ্বল ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অনেকেই মানতে পারছেন না। সব মিলিয়ে বাহাত্তরটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন সুরেশ। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ঘরোয়া ক্রিকেটে মোট ১৯৬ টি উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে মোট ৫১ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি স্পিনার।

বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটসম্যান হিসেবেও নামডাক ডাক ছিল সুরেশের। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর নামের পাশে একটি সেঞ্চুরিও আছে। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন অনূর্ধ্ব -১৯ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন সুরেশ। কেরালা থেকে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি সেই সময় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কেরালা ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই জানিয়েছেন, সুরেশ এমনিতে হাসিখুশি মানুষ ছিলেন। তিনি এমন কাজ করবেন, স্রেফ অবিশ্বাস্য!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর