মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

নারী নির্যাতনের প্রতিবাদে সিলেটে ইসলমী আন্দোলনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৯:২৮ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি:
আজ শনিবার (১০ অক্টোবোর) বিকাল ৫ ঘটিকার সময় “ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর” এর উদ্যোগে সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃংখলার চরম অবনতির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি সিলেট বন্দর বাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বত্র অশ্লীলতার স্রোত। সেই স্রোতে যুবকদের নৈতিকতা ভেসে যাচ্ছে। তার উপর দেশের বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই দেশে ধর্ষণ নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এসব বন্ধ করতে যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা ব্যাপক করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, এমসি কলেজ সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর