মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলের ভূঞাপুরে নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৬:০৬ অপরাহ্ণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুজন- সুশাসনের জন্য নাগরিক এর যৌথ উদ্যোগে সারাদেশ ব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

১০ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুজন- সুশাসনের জন্য নাগরিকসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সকল সংগঠনগুলো সরকারের কাছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে জোর দাবি জানান। মানববন্ধনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুজন- সুশাসনের জন্য নাগরিক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, লোকমান ফকির মহিলা কলেজ, ইবরাহীম খাঁ আলোকিত ভূঞাপুর, মাদকের বিরুদ্ধে আমরা, জাতীয় উদীচী শিল্পী গোষ্ঠী ভূঞাপুর ও ফলদা শাখা, প্রতিভা ছাত্র সংগঠন, মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন, স্থানীয় সকল শ্রেণীর সাধারন শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ভূঞাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় ও সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম মিয়া, সুজন এর সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কমিনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, জাতীয় উদীচী শিল্পী গোষ্ঠীর ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক হাসান সারোয়ার লাভলু, মাদকের বিরুদ্ধে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক ও ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, জাতীয় উদীচী শিল্পী গোষ্ঠী ফলদা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইবরাহীম খাঁ আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন এর সদস্য জহিরুল ইসলাম, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মাহাজিবান তাসনিন মুনিয়া, নওশিন অর্থি, বাঁধন, শিশির, কাব্য প্রমূখ। পাশের উপজেলা ঘাটাইল থেকে মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজ বাক ও বধির প্রতিবন্ধী শিক্ষার্থী মুন্নি।

বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা মুক্তি চাই। আমাদের মা-বোন যেন রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেই দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর