রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

ই-পেপার

শুধু এ ঘটনা ঘটলেই বার্সায় থেকে যাবেন মেসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ

শৈশব থেকে যে ক্লাবে আছেন, সেই প্রাণপ্রিয় বার্সেলোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু জোসেফ মারিয়া বার্তামেউয়ের পরিচালনা কমিটি তাকে প্যাঁচে ফেলে এক মৌসুমের জন্য আটকেছে। এখন প্রশ্ন হলো, মৌসুম শেষে কোথায় যাচ্ছেন মেসি? গুরু গার্দিওলার ক্লাব ম্যান সিটিতে? এদিকে বার্সা ত্যাগী মেসির প্রিয়বন্ধু লুইস সুয়ারেস মেসিভক্তদের কিন্তু আশা দিয়েছেন। মেসি বার্সায় থেকেও যেতে পারেন, তবে সেটা শর্তসাপেক্ষে।

বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস বলেছেন, ‘লিওর সম্পর্কের প্রতি মর্যাদা থেকেই কী কথা হয়েছিল সেসব বলতে পারব না। তবে ও খুব কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যে ছিল। ও চলে যেতে চেয়েছিল, ক্লাব ছাড়েনি। আমি ওকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি, ওর খেয়াল রেখেছি। তারা (ক্লাব) আমাকে মেসির পাশ থেকে সরাতে চেয়েছিল। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্কটা তাদের ভালো লাগেনি। আমার সঙ্গে মেসির ভালো সম্পর্ক তারা হয়তো পছন্দ করেনি।’ 

বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ। ছবি : ইন্টারনেট

বার্সা সভাপতি বার্তামেউয়ের সঙ্গে মেসির সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। এরপর সুয়ারেসকে একরকম গলা ধাক্কা দিয়ে বার্সা থেকে বের করে দেওয়ায় মেসি আরও ক্ষেপে গেছেন। প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। এই সম্পর্ক আর জোড়া লাগবে বলে কেউই মনে করে না। সুয়ারেসও তাই। তিনি মেসির বার্সায় থেকে যাওয়ার শর্তটি বলেছেন, ‘হ্যাঁ, মেসির হয়তো অন্য ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা আছে। কিন্তু ও যদি ক্লাবে নিজেকে সুখী মনে করে, নতুন বোর্ড আসে, তাহলে সেখানে (বার্সায়) সে থাকতে চাইবে। বন্ধু হিসেবে ও সেখানে ভালো করলে খুশি হব, অন্য ক্লাবে যোগ দিলেও খুশি হব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর