নিত্য পণ্য
উর্ধ দাম
মন তার ভালো নেই,
বাজারেতে
যেতে যে হবে
পকেটেতো টাকা নেই!
ব্যাগ হাতে
ধরিয়ে দিয়ে
বউ তাকে তাড়া দেয়,
জীবনের
কষ্টগুলো
শুধু তাকে নাড়া দেয়।
মরিচ ও
পিয়াজ আলু
কিনতে যে লাগে ভয়,
নেতাদের
বসত বাড়ী
কেবলি যে পাকা হয়।
গরীবের
নেতারা হায়
কোথা পায় এতো টাকা,
সাধারণ
জনগনের
পকেট যে হয় ফাঁকা!
নেতারা কি
বোঝে রে ভাই
জনতার কি কষ্ট,
বসে বসে
ঠিকই খান
পোলাও মাছ গোস্ত!
চারিদিকে
খুন ধর্ষণ
বেঁচে থাকা বড় দায়!
অপরাধী
কঠোরতর
শাস্তি সে যেন পায়।
কেউ কেউ
লুটপাটেতে
করছে অনাসৃষ্টি,
শীত কালে
পৌষ মাসেও
নামে যে ঘোর বৃষ্টি।
CBALO/আপন ইসলাম