খেলা ডেস্ক:রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বৈরথ বন্ধ হয়ে আছে। নিকট ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। যে কারণে পাকিস্তান এখন ভারতের বিপক্ষে সিরিজ খেলার আশা বাদ দিয়ে দিয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে মহাপরিকল্পনা চলছে, সেটির অংশ হিসেবে আগামী বছর দুয়েকের মধ্যেই নাকি বড় চারটি দল যাবে পাকিস্তান সফরে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনডটকমে ওয়াসিম বলেছেন, ‘ভারত পাকিস্তান সফরে আসবে- এমন ধারণা থেকে আমাদের পুরোপুরি সরে আসা উচিত। কারণ ভারতের বর্তমান সরকার যত দিন আছে, দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম। পাকিস্তানের বিপক্ষে খেলার আগে বিসিসিআইকে সরকারের অনুমতি নিতে হয়। পাকিস্তানের প্রতি ভারতের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি হিসেব করলে, নিকট ভবিষ্যতে পাকিস্তান ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’
এসব কারণে ভারতকে বাদ দিয়ে এখন অন্য চারটি বড় দলের পাকিস্তান সফরের স্বপ্ন দেখছেন ওয়াসিম খান। তিনি আরও বলেন, ‘২০২২ সালে ইংল্যান্ডকে আমাদের দেশে বরণ করে নেব, ২০২১ সালের জানুয়ারিতে নেব দক্ষিণ আফ্রিকাকে। তারপর নিউজিল্যান্ড আসবে, এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়াও আসবে। অন্য দলগুলোকে অসম্মান না করেই বলি, এই চারটি বড় দল পাকিস্তানে আসাটা আমাদের প্রাপ্য, এমন কিছুর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। পাকিস্তানে এসব সফর হওয়া ক্রিকেটের জন্যই দরকার। সমর্থকেরাও তাদের মাটিতে বড় দলগুলোকে খেলতে দেখতে চাইবেন।’