মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ই-পেপার

ত্বকের যত্নে যা খাব, যা খাব না

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:ত্বক ও চুলের যত্নে আমরা কত কিছু ব্যবহার করি। তবে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া না করলে নামী -দামী প্রসাধনী ব্যবহার করেও তেমন কোন কাজ হবে না। অনেক সময় ডায়েট করার কারণে চুল পড়ে যায় বা ত্বক নষ্ট হয়ে যাও। এজন্য ডায়েট করলে খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার অবশ্যই রাখতে হবে। ঝলমলে চুল ও গ্লোয়িং স্কিন নির্ভর করে খাবারের উপর।

অনেকেই জানেন না যে আমাদের ত্বক প্রতি ২৮ দিন পর পর পুনরায় নতুন করে গঠন হয়। স্কিন কেমন হবে তা নির্ভর করে আপনি কিভাবে পরিচর্যা করছেন। কিছু খাবার তালিকা থেকে বাদ দিলেই ত্বকে আসবে বাড়তি জেল্লা ও চুল হবে ঝলমলে।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার:

অতিরিক্ত চিনিযুক্ত খাবার ব্রনের সমস্যা তৈরি করে। এই খাবারগুলোতে পরিশোধিত কার্বহাইড্রেট ও চর্বি থাকে যা স্কিনের ক্ষতি করে। এছাড়া বেকারীর খাবার যেমন ডোনাট,বিস্কিট,কেক,কুকিজ এসব কিছুই স্কিনের জন্য ভালো না।

অতিরিক্ত তেলযুক্ত খাবার:

যেসব খাবারে প্রাকৃতিক তেলযুক্ত রয়েছে যেমন বাদাম,ফল,দুধ ইত্যাদি শরীরের জন্য অনেক ভালো। তবে রিফাইন অয়েল উল্টো কাজ করে। বেশি তেলে ভাজা খাবার স্কিনের লাবণ্যতা কমিয়ে দেয় সেই সাথে মাথার স্কাল্পকে তৈলাক্ত করে তোলে।

পরীক্ষামূলক কোন কিছু না খাওয়া:

এমন কোন জুস ,শরবত না খাওয়া যা শরীরে সমস্যা তৈরি করে। যেমন অনেক ফলে আপনার অ্যালার্জি হতে পারে ওইসব ফল বা ফলের জুস খেলে হিত বিপরীত হবে।

তাজা ফলমূল ও শাকসব্জি:

ত্বকের যত্নে ফল ও শাকসবজির ভূমিকা বলার অপেক্ষ রাখে না। মৌসুমি যে সব ফল ও শাকসবজি পাওয়া যায় তা একদিকে যেমন ত্বক ও চুল সুন্দর করে তেমনি শরীরও ভালো রাখে। ত্বক উজ্জল রাখতে,টানটান ভাব ধরে রাখতে,বলিরেখা দূর করতে ফল ‍ও সবজির তুলনা নেই।

মশলা:

আমাদের দেশীয় মশলার অনেক গুণ আছে।  এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আদা,দারুচিনি,হলুদ দিয়ে মিশ্রিত এক গ্লাস পানি খেলে তা শরীরকে অনেকাংশে সুস্থ রাখে।

স্বাস্থ্য:

আমাদের স্বাস্থ্য সরাসরি আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। অনেকের ত্বকের খারাপ অবস্থা অস্বাস্থ্যকর অন্ত্রের সাথে সম্পর্কিত। আপনার প্রতিদিনের ডায়েটে দইয়ের মতো খাবার যুক্ত করুন, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে পারে।

এছাড়া প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমাতে হবে। সুন্দর স্কিনের জন্য ঘুম অনেক জরুরী। প্রতিদিন হালকা কিছু এক্সসারসাইজ করলে ফ্যাট বার্ণ হওয়ার সাথে সাথে স্কিনও সুন্দর হবে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর