খেলা ডেস্ক:শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ইতোমধ্যে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে মুমিনুল-মাহামুদউল্লাহরা। ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক দিনের বিরতি দিয়ে আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এই ড্যাশিং ওপেনার মাঠে নামবেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। ওটিস গিবসন একাদশের বিপক্ষে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন তামিম। গত মার্চে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থমকে যায়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর বন্ধ হয় দেশের ক্রিকেটীয় কার্যক্রম। প্রায় ২০০ দিন পর নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন বাংলাদেশের ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায়, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান গিবসনের নামে দুই দলে বিভিক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। রায়ান কুক একাদশের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেন মুমিনুল। ম্যাচটি ড্রতে শেষ হবার আগে তিনি ১১৭ রানে অপরাজিত থাকেন। বল হাতে আলো ছড়িয়েছেন গিবসন একাদশের পেসার ইবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। কুক একাদশের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম।
ওটিস গিবসন একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, ইমরুল কায়েস, মাহামুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, ইয়াছির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল-আমিন হোসেন।