সোহাগ গাজী- চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ শাহ্, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল শাহ্, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম শাহ্ , স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মানু মাষ্টার ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুর মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। রিটার্ণিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান।
#CBALO/আপন ইসলাম