অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কা সফর উপলক্ষে বায়ো সুরক্ষিত পরিবেশে শুরু হয়েছে টাইগারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। দীর্ঘদিন পর সবার প্রিয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে শুধু সিরিয়াস অনুশীলনই নয়, চলছে মজার সব কাণ্ডও।
বিসিবির আলোকচিত্রী রতন গোমেজের তোলা একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ছবিতে নাচের ভঙ্গিতে দেখা যাচ্ছে মুশফিকুর রহিমকে। তার পাশে দাঁড়িয়ে কোনো কিছুর দিকে আঙুল তুলে ইঙ্গিত করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুজনেই যেন হাসতে হাসতে ভেঙে পড়েছেন। তামিম আবার ছবিটা নিজের ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশন চেয়েছেন।
তামিম-মুশফিকের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। জাতীয় দলের দুই সুপারস্টারের মাঝে বন্ধুত্বের বন্ধনটাও খুব শক্ত। অনুশীলনের ফাঁকে তারা কিছু একটা নিয়ে মজা করছিলেন। সেই মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়া। তামিম ক্যাপশন চাওয়ার পর অসংখ্য ভক্ত নানা রকমের ক্যাপশন দিচ্ছেন। তবে বেশিরভাগ মানুষ ক্যাপশনে ‘বাবু খাইছ’ টাইপের সংলাপ লিখছেন। এ এক নির্মল আনন্দ।
#CBALO/আপন ইসলাম