স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতীয় সিএন্ডএফ সূত্রে জানা গেছে, আজ ২৫ থেকে ৩০ ট্রাক পেয়াঁজ আমদানি হবে। গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড এর এক চিঠিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওই ফরেন ট্রেড এর অপর এক চিঠিতে শর্তসাপেক্ষে আজ (শনিবার) থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিএন্ডএফ সূত্রে জানানো হয়েছে। এই পেঁয়াজ পশ্চিমবঙ্গ পার হয়ে মহারাষ্ট্রের নাছিক থেকে ভোমরা বন্দরে আসতে, পথেই সময় লাগে পাঁচ ছয় দিন ।
তার উপর গত পাঁচ দিন যাবত ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আমদানির অপেক্ষায় আটকে রয়েছে প্রায় ২ শতাধিক ট্রাক। যার ফলে ১০/ ১১ দিনে অর্ধেক পেয়াজ পঁচে যেতে পারে বলে শঙ্কিত আমদানিকারকরা। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান নাছিম বলেন, ১৪ তারিখ থেকে যে সকল গাড়ির সম্পূর্ণ কাগজ কমপ্লিট আছে তাদেরকে আজ ছেড়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আজ ৩০ টির মতো গাড়ি ঢুকতে পারে। ইতিমধ্যে ১৫-১৭ টি গাড়ি ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
প্রতি ট্রাকে ২২ থেকে ২৫ টন পেয়াজ আমদানি হবে বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ নেতারা। ভোমরা স্থল বন্দর কাষ্টমস সুপার মহাসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
#CBALO/আপন ইসলাম