ভাঙ্গুড়া অফিস:
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন উপ-নির্বাচনে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয় বাংলা মৌড়ে নৌকা মার্কার একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।
উপ-নির্বাচন সামনে রেখে এখানে জমজমাট প্রচার-প্রচরণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ইতিমধ্যেই আসনের দুইটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাচনীয় অফিস উদ্বোধন শুরু করেছেন। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয় বাংলা মৌড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌকা মার্কার একটি নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এর আগে তিনি ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন দলীয় প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছলিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন,নির্বাচন মনিটরিং কমিটির আহবায়ক ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাধারণ সম্পাদক নায়েক কাদের,যুগ্ন সাধারণ সম্পাদক আলম মোহাম্মদ,আব্দুল বারী,নির্বাচন পরিচালনা কমিটির ৭নং ওয়াডের সদস্য সচিব আঃ ছালাম, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুবলীগ নেতা নুরুল ইসলাম বাবু,আঃ হালিমসহ এলাকার নেতা কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু’র মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। রোববার বৈঠকে পাবনা-৪ আসনে প্রার্থী চুড়ান্ত করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। ভোটের তারিখ ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
#CBALO/আপন ইসলাম