ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার রোকসানা নাসরিন বিকালে এই বিজ্ঞপ্তি জারি করেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর,বাছাই ২৬ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ অক্টোবর।
আগামী ২০ অক্টোবর ওই দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম