বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

ই-পেপার

অর্থনীতির চাকা সচল রাখতে, কালিগঞ্জ উপজেলার মাস্টার প্লান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৯:৪১ পূর্বাহ্ণ

এম ইদ্রিস আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে করোনা ভাইরাসের এই সময় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কালিগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উৎপাদন বৃদ্ধিকরণ , উৎপাদনে অর্থায়ন নিশ্চিতকরণ, ও আধুনিক বিপণণ ( ই-কমার্স, এফ-কমার্স, ফোন-কমার্স) চালু করার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে নিম্নোক্ত নীতিসমূহ প্রধানত অনুসরণ করা হবে- ক) উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কৃষি, ফিশারি ও প্রাণিসম্পদ বিভাগকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতি ইঞ্চি জমি ব্যবহারের সূত্র কাজে লাগিয়ে আগামী মৌসুমে সকল উৎপাদন ন্যূনতম দ্বিগুণ বৃদ্ধি করা হবে। কার্যপদ্ধতিঃ ১) উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র ফিশারি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বর্তমান উদ্যোগ বাস্তবায়নের জন্য ” কালিগঞ্জ উপজেলার উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি ” শিরনামে আলাদা আলাদা নথি খুলবেন।

উক্ত নথিতে বর্তমান উৎপাদন, ও আগামী বছরের মধ্যে কি পরিমান উৎপাদন বৃদ্ধি করা যায় সে সংক্রান্ত সুর্নিদিষ্ট পরিকল্পনা প্রণয়নপূর্বক উক্ত পরিকল্পনা রাখবে হবে। ২) চাষাবাদের উপকরণ যথা, জমি, পুকুর, ঘের, ফার্ম ইত্যাদি বর্তমানে কি কি আছে তা থেকে ভবিষ্যতে কিভাবে তা বাড়ানো যায় সে সংক্রান্ত গাণিতিক তথ্য উক্ত ফাইলে রাখতে হবে। ৩) উৎপাদন বৃদ্ধির সুর্নিদিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করতে হবে। এক্ষেত্রে জুম সিস্টেমের মাধ্যমে অন-লাইন প্রশিক্ষণকে অগ্রাধিকার প্রদান করতে হবে। প্রশিক্ষণের পর যারা অর্থের অভাবে উৎপাদন শুরু করতে পারছেন না, তাদের ঋণ প্রদানের সুপারিশ করে ঋণদানকারী বিভাগের নিকট প্রেরণ করবেন। ৪) উৎপাদনের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে সভা করতে হবে, এক্ষেত্রেও জুম সিস্টেমের মাধ্যমে অন-লাইন সভাকে অগ্রাধিকার প্রদান করতে হবে। খ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সরকারী সহজ শর্তে ঋণদান, ও আধুনিক বিপণণ ( এফ-কমার্স) ব্যবস্থা প্রতিষ্ঠিত করা সহজ শর্তে সরকারী ঋণদানের কার্যপদ্ধতিঃ ১) ঋণদাতা সংস্থা যেমন, যুব উন্নয়ন বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, ফিশারি বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, একটি বাড়ী, একটি খামার প্রকল্প, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ইত্যাদি বিভাগসমূহ নিয়ে সাধারণ মানুষের উৎপাদনমুখী উদ্যোগে সহজ শর্তে ও ঋণে অর্থায়ন নিশ্চিতকরণ ২) উপর্যুক্ত প্রতিটি বিভাগ ” কালিগঞ্জ উপজেলার উৎপাদন দ্বিগুণ বৃদ্ধিতে ঋণদান/অর্থায়ন ” শিরনামে আলাদা আলাদা নথি খুলবেন। উক্ত নথিতে উক্ত বিভাগের আওতায় ঋণ প্রদানে লক্ষ্যে সরকারের বরাদ্দ কত, কি পরিমাণ বিরতণ হয়েছে, বিরতণের শর্ত ও ক্যাটাগরি কি তা উল্লেখ থাকতে হবে।

৩) উপর্যুক্ত প্রতিটি ঋণদানকারী বিভাগ উৎপাদনশীল বিভাগের নিকট হতে কাকে কাকে ঋণ প্রদান করা যেতে পারে তার তালিকা সংগ্রহ করবেন।তাদের ঋণ প্রদানের জন্য নিজেরাই উক্ত ব্যক্তিগণের সাথে যোগাযোগ করবেন। ঋণের প্রাপ্যতা ও প্রকাশ নির্ধারণ করবেন। মনে রাখতে হবে এই উদ্যোগ সরকারী সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য ফলে ঋণ নিতে মানুষকে অফিসে আসতে হবে এই ধারণা হতে বের হয়ে আসতে হবে। ৪) ঋণ প্রদানের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে সভা করতে হবে, এক্ষেত্রেও জুম সিস্টেমের মাধ্যমে অন-লাইন সভাকে অগ্রাধিকার প্রদান করতে হবে। এফ-কমার্সের কার্যপদ্ধতিঃ ১) সহকারী প্রোগ্রামার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী প্রোগ্রামার, ব্যানবেইস ” কালিগঞ্জ উপজেলায় এফ-কমার্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ ” শিরনামে আলাদা আলাদা নথি খুলবেন।

২) সহকারী প্রোগ্রামার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী প্রোগ্রামার, ব্যানবেইস ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এফ-কমার্স পেইজ যথা 1. Kaliganj Online Shop, 2. কালিগঞ্জ এর ব্যবসায়ী সমাজ 3. kaliganj fresh and safe fish market 4. kaliganj organic agro-product market 5. কালিগঞ্জ সেইফ চিকেন এন্ড এগ মার্কেট -এ যাতে উৎপাদনকারীগণ সহজে তাদের পণ্য বিক্রি করতে পারেন সেজন্য তাদের ব্যানবেইজের আধুনিক কম্পিউটার ল্যাবে ই-কমার্স, এফ-কমার্স, ফোন-কমার্স বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন । ৩) সহকারী প্রোগ্রামার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী প্রোগ্রামার, ব্যানবেইসকে উক্ত পেইজসমূহের বর্তমান এডমিনদের সাথে যোগাযোগকরে সবগুলো পেইজে এডমিন হতে হবে। ৪) সাধারণ মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করতে এফ-কমার্সকে জনপ্রিয় করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। ৫) উৎপাদনশীল বিভাগের নিকট হতে কাকে কাকে এফ-কমার্স প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে তার তালিকা সংগ্রহ করবেন। তাদের প্রশিক্ষণ প্রদান করবেন।

বিদ্যমান ব্যবসাকে এফ-কমার্সে নিয়ে আসাঃ প্রচলিত হাটবাজারের চলমান ব্যবসা-বাণিজ্যকে এফ-কমার্স ও হোম-ডেলিভারি সিস্টেমে নিয়ে আসার জন্য সহকারী কমিশনার(ভূমি) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। এ বিষয়ক একটি আলাদা নথি খুলে সহকারী কমিশনার(ভূমি) কার্যক্রম পরিচালনা করবেন। ব্যবসায় জালিয়াতি ও নিরাপত্তাঃ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিগঞ্জ; ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালিগঞ্জ ব্যবসায় জালিয়াতি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন। এসব প্রশিক্ষণে তারা এক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের আমন্ত্রণ জানাবেন। প্রশিক্ষণসমূহ জুম সিস্টেমে করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।

মিডিয়া সংযোগঃ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সময়ে সময়ে একক বা যৌথভাবে কালিগঞ্জ উপজেলার উপর্যুক্ত উদ্যোগ সম্পর্কে মিডিয়াকে ব্রিফ করবেন। তাদের কর্তৃক নির্দেশিত হয়ে সহকারী প্রোগ্রামার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী প্রোগ্রামার, ব্যানবেইস বা অন্য কোন সংশ্লিষ্ট কর্মকর্তা মিডিয়াকে ব্রিফ করতে পারবেন। আমাদের উদ্যোগের সাথে থাকুন, কালিগঞ্জের অর্থনীতির চাকা সচল রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর