মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন ভেঙ্গে দুটি ইউনিয়ন বিভক্ত করায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১ টায় ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিং এর সভাপতিত্বে কে কে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুৃন গণশুনানী করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার ,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পাথৃ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু ,ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভিরুল ইসলাম, রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, ২১ নং ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য ,সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নটি সেনুয়া নদী দ্বারা ২ ভাগে বিভক্ত।এতে ওই ইউনিয়নের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা পেতে অনকে দুভোর্গের সম্মুখিন হতে হয়।এ কারণে ওই ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরেকটি ইউনিয়ন করার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়।এরই অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মতামত সুস্পষ্টভাবে জানার প্রয়োজনে গণশুনানীর আযোজন করা হয়।