নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক যুবতীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার বারোটার দিকে উপজেলার মোকনা ইউনিয়নের আগ দিঘুলীয়া গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের (সাব সেন্টার)পাশে ধলেশ্বরী নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে বাজারে যাওয়া আসার সময় অর্ধগলিত লাশটি দেখতে পায় পথচারীরা। থানায় খবর দিলে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, জিন্স প্যান্ট পরা ওই অজ্ঞাত যুবতীর লাশটি বেশ কয়েক দিন ধরে তীরে ভেসে এসেছে। দেহ পানিতে পচে গেছে, মাথার চুল পরে খুলি বের হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাদ জানান, অর্ধগলিত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
#CBALO/আপন ইসলাম