রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বাকাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট (এলজিইডি) মোসাম্মৎ মীনা বেগম, কমিউিনিটি অর্গানাইজার এসএম আসাদুজ্জামান, সার্ভে সহকারী মো. সোহেল রানা, বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর, প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমান প্রমুখ।
এসময় জনগুরুতপূর্ণ অগ্রাধিকার বিবেচনায় প্রত্যেক ইউপি সদস্যর কাছ থেকে তিনটি করে প্রকল্পর তালিকা গ্রহন করা হয়।
#CBALO/আপন ইসলাম