আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মোটর মালিক সমিতির সদস্য আজাদুল ইসলাম আজাদের বিরুদ্ধে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পলাশবাড়ী উপজেলা দোকান মালিক সমিতির আহবানে ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় চৌমাথা মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান, গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আঃ সোবহান সরকার বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সাদুল্লাপুর আওয়ামীলীগ নেতা নাসিব হাসান সিউল, পলাশবাড়ী সরকারি কলেজ সাবেক জিএস পলাশ কবীর চৌধুরী ও ফারুক হোসেন প্রমূখ।
বক্তারা অবিলম্বে আজাদুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তারা আরও বলেন, আজাদুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং আওয়ামীলীগের রাজনীতি ১৯৮৭ সাল থেকে অদ্যাবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিএনপি জামায়াতের শাসন আমলে মামলা-হামলার শিকার এবং রাজনীতিতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হন। এছাড়াও তিনি ২০১২ সাল থেকে পলাশবাড়ী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পলাশবাড়ী ইউনিক স্পোটিং কাবের সদস্য এবং খাদ্য ঠিকাদারী, পরিবহন ব্যবসা ও আজাদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। তাই তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের জন্য জোর দাবী জানান।
#CBALO/আপন ইসলাম