রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
গণপরিবহনে স্বাভাবিক সময়ের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১১টা থেকে নগরীর নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, ভাড়া নিয়ে কোনো অভিযোগ না পেলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে বেশ অনিয়ম রয়েছে। বিশেষ করে মুখে মাস্ক পরার ক্ষেত্রে অ-সচেতনতা বেশি। বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাস চালক, হেলপার ও সুপারভাইজারের। এ বিষয়ে তাদের ও যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে আটজনকে ১৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।