মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও
চেয়ারপাসন এর উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপির প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন রেজাউল করিম অতিরিক্ত অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও সহকারি রিটারিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম,
আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলম হোসেন, সদস্য সচিব ফারুক হোসন এসময় উপস্থিত ছিলেন।