শাহিনুর ইসলাম নিজস্ব প্রতিনিধি:
আসন্ন নওগাঁ ধামইরহাট পৌরসভা নিবাচনকে সামনে রেখে অত্র ধামইরহাট পৌরসভার নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে৷ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই নির্বাচনকে সামনে নিয়ে এলাকার মানুষের ভিতরে বিভিন্ন কথা আলাপ-আলোচনা বিরাজ করতেছে। ২০০৪ সালে নওগাঁ ধামরহাট পৌরসভা গঠনের পর ২০০৬ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, তারপর থেকে বিভিন্ন ইস্যুর কারণ আর নির্বাচন হয়ে উঠেনি৷ তাই বিগত ১৪ বছর হতে যাচ্ছে এ পৌরসভা নির্বাচন, তাই ভোটারদের মধ্যে এক প্রবল আমেজ উদ্দীপনা সৃষ্টি হয়েছে৷
ইতিমধ্যে প্রার্থীগণ যে যার মত মাঠ গোছানোর প্রচেষ্টায় নেমে পড়েছে, তারই ধারাবাহিকতায় অত্র পৌরসভার নির্বাচনে ৩ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী পদে মাহবুবুর রহমান বাপ্পী নির্বাচনে অংশগ্রহণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে৷ প্রচারণার প্রথম ধাপে সোস্যাল মিডিয়া ফেসবুক এ ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা আগাম শুভেচ্ছা দিয়ে প্রচারণা চালাচ্ছে৷ মাহবুবুর রহমান বাপ্পি অত্র ধামইরহাট পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক এবং তিনি শেখ রাসেল ক্লাবেরও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসতেছে৷ ইতিমধ্যে তিনি সাধারণ মানুষের মুখে বিভিন্ন মোড়ে মোড়ে চা এর দোকানে পাড়া মহল্লায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
এছাড়াও অনেকেই মনে করেন যে যুবক বয়সে এলাকার দায়িত্ব নিলে জনসাধারণের সেবায় নিয়োজিত থাকবে বলে জনগণ আশ্বাস পাচ্ছে৷ তবে এখনো তফসিল ঘোষণা হয়নি, শোনা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরের এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা বিরাজ করছে।