কে,এম আল আমিন :
সিরাজগঞ্জে জাতীয় পাটকল সহ সারাদেশে বন্ধ করে দেয়া ২৫টি মিল অবিলম্বে চালু ও শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সিরাজগন্জ শহরের স্বাধীনতা স্কয়ারে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় জুট মিলের শ্রমিক-কর্মচারী সহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বামগণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব হাসান মুন্না।
এছাড়াও জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন করে রাষ্ট্রীয়ভাবে চালু, শ্রমিক কর্মচরীদের মঞ্জুরি কমিশনের এরিয়া সহ সকল পাওনা পরিশোধের দাবি জানান। সমাবেশ শেষে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি স্বাধীনতা স্কয়ার থেকে শুরু হয়ে মুক্তির সোপানে এসে শেষ হয়।