বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ই-পেপার

কিশোরগঞ্জ-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৫টি বাতিল

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা আনুষ্ঠানিকভাবে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সংশ্লিষ্ট আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন ও নূর উদ্দীন আহমেদ।
মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে জানানো হয়, যাচাই-বাছাইয়ে দুইজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের এক শতাংশ সমর্থনসংক্রান্ত কাগজপত্রে গড়মিল পাওয়া গেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীদের কাগজপত্রে ত্রুটি এবং গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় তাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা জানান, যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর