বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ই-পেপার

দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
oplus_0

পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত এক জমির দলিলের ভলিয়ম পরিবর্তন করে দুই ধরনের সার্টিফাই কপি প্রদান করায় ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবী করেছেন। আটোয়ারী প্রেসক্লাবে ২০ ডিসেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন ভুক্তভোগী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের দক্ষিণ বাকডোকরা গ্রামের জনৈক মোঃ আব্দুস সালাম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তার বাবা গত ২০২১ খ্রি: আটোয়ারী সাব রেজিষ্ট্রী অফিসে ৩৬২৩ নম্বর দলিল মূলে ৫০ শতাংশ জমি তাদের ৫ বোনদের মাঝে হেবার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করেন। শিক্ষা কর্মকর্তা ৫ বোনের মধ্যে ৪ জনের অংশ তার নামে ক্রয় করে জমিতে ভোগ দখল করতে গিয়ে ঘটনাটি জানতে পারেন। এমর্মে তারা উক্ত দলিলের সার্টিফাই কপি ২০২৩ সালে প্রথমবার উত্তোলন করেন। পরবর্তীতে চলতি সালে আরেকবার উক্ত দলিলের সার্টিফাই কপি উত্তোলন করে দেখেন, সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধ লেনদেনের মাধ্যমে জমির আকার-আকৃতি পরিবর্তন পূর্বক ভলিয়ম পরিবর্তন করে তাকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এছাড়াও কারনে অকারনে এই অফিসে আসা সেবা গ্রহিতাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কৃত্তিম সমস্যা দেখিয়ে অবৈধ উৎকোচ গ্রহণের ফায়দা লুফে নিচ্ছেন অফিস কর্তৃপক্ষ। ভুক্তভোগী তার সমস্যার বিষয়টি বর্তমান সাবরেজিষ্ট্রারকে অবহিত করেও কোন সুরাহা না পেয়ে অত্র অফিসে কর্মরত সংশ্লিষ্ট সকলের বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর