বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে নির্জন মাঠের মৎস্য ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় একটি নির্জন ও ফাঁকা মাঠসংলগ্ন মৎস্য ঘেরের পাড় থেকে সিরাজুল সরদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার তালসারী গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল সরদার মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি কাপাসহাটী এলাকার সাহেব আলী ফকিরের বাড়ির পশ্চিম পাশে খন্দকার মুস্তাকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের মাইঝদি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল সরদার দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত প্রায় চার মাস ধরে তিনি ঝিরের বিল আমডাঙ্গা এলাকায় একটি মৎস্য ঘের লিজ নিয়ে মাছ চাষ ও তদারকির দায়িত্ব পালন করছিলেন।

শনিবার সন্ধ্যায় তিনি একা ঘেরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মৎস্য ঘেরের পাড়েই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। আশপাশে জনবসতি না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেউ প্রত্যক্ষ করতে পারেনি।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত মৎস্য ব্যবসায়ী সিরাজুল সরদারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর