বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে আওয়ামীলীগ নেতাসহ তিনজন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) ও  পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।

রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাবিবকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর