বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় রত্নগর্ভা “মা” এর ছয় মেয়ের তিন মেয়েই এমবিবিএস ডাক্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিবি মাদ্রাসার সুপার জনাব মোঃ শামছুল আলম এর ৫তম মেয়ে মেধাবী গুলে জান্নাত।

গুলে জান্নাতের প্রাথমিক শিক্ষা- শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত।

মাধ্যমিক শিক্ষা- ভাঙ্গুড়া মডেল স্কুল থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত এবং গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাশ করে সে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা-এইচএচসি পাশ করেছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা থেকে এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত গুলে জান্নাত।

বর্তমানে সুশিক্ষা-২০২৫ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৫৬৫ তম স্থান পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় চান্স পেয়েছে গুলে জান্নাত।

বড় বোন সওদা সুলতানা সিনিয়র স্টাফ নার্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি ঢাকা নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এডাল্ট & এল্ডার্লি হেলথ নার্সিংএ এমএসসি ডিগ্রি প্রাপ্ত।
সে শরৎনগর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি অনার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

মেজ বোন ডাঃ সাইদা সুলতানা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বাংলাদেশ মেডিকেল বিশ্বাবিদ্যালয় এর এমএস ইন জেনেরেল সার্জারী কোর্সে রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত ও ৪৮তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।
সে ভাঙ্গুড়া মডেল স্কুল থেকে এসএসসি এবং সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

তৃতীয় জন শামসুন্নাহার নাহিদা, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত। সে শরৎনগর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

চতুর্থ জন জান্নাতুন নাইম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়ায় তৃতীয় বর্ষে অধ্যায়নরত।
সে শরৎনগর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

৬ষ্ঠ জন ছোট বোন নূরে জান্নাত, কল্যানপুর গার্লস কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
সে শরৎনগর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে।

গুলে জান্নাত এর পিতা জনাব মোঃ শামছুল আলম,সুপার,বি বি দাখিল মাদ্রাসা,ভাঙ্গুড়া,পাবনা।
মাতা মোছাঃ আলেয়া খাতুন গৃহিণী।
দাখিল পাশ।
৬ জন বোনের মধ্যে গুলে জান্নাত পঞ্চম।

ভাঙ্গুড়া মডেল স্কুল এর সুশিক্ষার সৌন্দর্যে “গৌরব উজ্জ্বল ‘গুলে জান্নাত”

“গুলে জান্নাত”শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির গৌরবময় সাফল্যে”ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর পরিবার তোমাকে জানায় আন্তরিক শুভেচ্ছা সহ অনেক দোয়া ও ভালবাসা।

এই অর্জন তোমার অধ্যবসায়,মেধা ও পরিশ্রমের উজ্জ্বল ভবিষ্যতের স্বীকৃতি,এই জন্য ভাঙ্গুড়া মডেল স্কুল তোমার পাশে আছে সঠিক দিকনির্দেশনায়।

সৎ,দক্ষ,জ্ঞান,মানবতা ও নৈতিকতায় আলোকিত হয়ে তুমি একদিন গরীব দুঃখী মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে-
এই আমাদের “ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ”এর একান্ত প্রত্যাশা।

তোমার গৌরবময় উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যময় চিকিৎসক এর জীবন হোক জ্ঞান অর্জনে মধুময় এই প্রার্থনা করি ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ পরিবার।

গুলে জান্নাত এর আত্মকথনঃ গুলে জান্নাত এর ভবিষ্যত ভাবনা, সে একজন সৎ,দক্ষ ও মানবিক চিকিৎসক হতে চায়। পড়াশোনার পাশাপাশি গরীব দুঃখী মানুষের কষ্ট বোঝার সক্ষমতা গড়ে তুলতে চায়, সুশিক্ষায় জ্ঞান অর্জন করে যেন জ্ঞান ও দায়িত্ববোধ দিয়ে এই সমাজের জন্য সত্যিকারের মানুষের মত মানুষ হয়ে সকল সাধারণ মানুষের কাছে নিজেকে আত্ম নিয়োগ করতে পারে এই দোয়া চায় সবার নিকট।

গুলে জান্নাত এর রত্নগর্ভা”মা ও বাবা” তার ছয় মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আর্শীবাদ চান,তারা যেন সবাই মানুষের মত মানুষ হয়ে দেশ ও সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে দেশ কে এগিয়ে নিতে পারে এই তাদের আশা জাতির নিকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর