আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসন (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত পদপ্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী এর কার্যালয় থেকে তিনি এই এমপি পদপ্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাজ্জাত হোসেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সাবেক সভাপতি এ্যাড. মুজিবুর রহমান, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, হাসান জাফির তুহিন এর সহধর্মিনী নিলুফা জাফির।
এমপি পদপ্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।