মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় আটঘরিয়ার মেধাবী শিক্ষার্থী সিয়াম 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ

চিকিৎসক হয়ে বাবার স্বপ্ন পুরণ করতে চায় জায়েদ হাসান সিয়াম। জায়েদ হাসান সিয়াম আটঘরিয়া ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম ও মাতা জাকিয়া সুলতানা পারভীন এর ছেলে।
সে চলতি মেডিকেল পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সাথে পাশ করেছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে  ভর্তির সুযোগ পেয়েছে।
জায়েদ হাসান সিয়াম শিক্ষা জীবনে তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করেন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন, সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন।
আটঘরিয়া উপজেলার বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা বলেন, আমাদের এলাকার ছেলে জায়েদ হাসান সিয়াম  মেডিকেল কলেজের মেধাতালিকায় উর্ত্তীণ হয়ে শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি, আমাদের এলাকারও মুখ উজ্জ্বল করেছে। আমরা এলাকাবাসী তার জন্য গর্ববোধ করছি।
সিয়ামের বাবা আশরাফুল আলম বলেন, আমার ছেলে আগামীতে মেডিকেল কলেজে ভর্তি হবে। সে সবসময় স্কুল-কলেজে ভালো ফলাফল নিয়ে পাশ করে আসছে। এবার সে সাফল্যের সাথে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই খুব খুব আনন্দিত। আপনারা  সবাই আমার সন্তানের জন্য  দোয়া  করবেন।
বাবার স্বপ্ন লেখাপড়া শিখিয়ে ছেলেকে বড় ডাক্তার বানাবে। ডাক্তার হয়ে ছেলে তাদের মত গরীব-দুখিদের সেবা করবে।
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া জায়েদ হাসান সিয়াম বলেন, আমার মা-বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় শহীদ এম মনসুর আলী কলেজে  ভর্তির চান্স পেয়েছি।
এতে আমি ভীষণ খুশি। আমি একজন বড় চিকিৎসক হয়ে বাবা মার স্বপ্ন পুরণ করতে চাই। আমি প্রকৃত চিকিৎস হয়ে আর্থ মানবতার কল্যাণে এবং অসহায় রোগীদের পাশে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর