নাটোরের গুরুদাসপুরে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় চলনবিল প্রেসক্লাবে বিডিএসসি, পিএসকেএস, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ আয়োজনে ওই সভা হয়।
বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টারের (বিডিএসসি) সভাপতি এএইচএম একারামুল হক খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির মধ্যে চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, পিএসকেএস’র চেয়ারম্যান মো. জাকির হোসেন, ও নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, বিডিএসসি’র কো-অর্ডিনেটর এম এ রউফ, সাংবাদিক আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম, এমদাদুল হক, ইসাহক আলী রাজু, আয়নাল হক, ডা. এস এম আলতাফ মাহমুদ, ইন্দ্রজিৎ রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিডিএসসি’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মজনু।
বক্তারা বলেন, “তামাক শুধু নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করতে হবে এবং আইনের প্রয়োগ থাকতে হবে।”