ইনকিলাব মঞ্চের মুখপাত্র,জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সলঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।সমাবেশে বক্তারা বলেন,রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে।ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।সমাবেশে উপস্থিত ছিলেন,থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,শহিদুল ইসলাম মজনু,যুবদল নেতা মেহেদী হাসান আমজাদ ,কে.এম আল আলামিন,ছাত্রদল নেতা সুজন,হিরন,স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সুমনসহ অনেকে।