মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদমে পাহাড় কাটার দায়ে স্কেবেটর জব্দ ও ৬ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ

পাহাড়ে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আলীকদম সেনা জোনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ মনজুর আলম অভিযান পরিচালনা করেন। সেনা জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চলে।
অভিযানকালে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত যানবাহন আলীকদম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আলীকদম সেনা জোন জানায়, পাহাড়ের পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর